ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫
এটি বাংলাদেশের বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান। সারা দেশে ইসলামিক ব্যাংক মানুষের আস্থা হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েক ধরনের ইসলামিক ব্যাংক একাউন্ট আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সেরা ব্যাংক গুলোর মধ্যে একটি। প্রায় প্রতিটি অঞ্চলে এদের শাখা আছে। যার কারণে সকল গ্রাহক ইসলামিক ব্যাংকে একাউন্ট খোলার জন্য আগ্রহ প্রকাশ করে। এই ব্যাংকের সেবা গুলো গ্রহন করতে একাউন্ট খুলতে হবে? কিভাবে একাউন্ট খুলবেন এবং ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জেনেনিন।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আগের সময় গুলোতে কোনো গ্রাহক ইসলামি ব্যাংকের একাউন্ট খুলতে চাইলে সরাসরি ব্যাংকের শাখায় যাওয়া লাগতো। এখনো ব্যাংক থেকে ফর্ম তুলে সেখান থেকেই একাউন্ট খোলা হয়। তবে এখন এই প্রক্রিয়াটি অনলাইনে করা সম্ভব। সেলফিন আপ্স দিয়ে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। এখানে প্রায় ৩ ধরনের ব্যাংক একাউন্ট আছে। প্রতি একাউন্ট খোলার নিয়ম প্রায় সেম।
- প্রথমে একটি ফর্ম তুলবেন।
- সেখানে আপনার নাম লিখুন।
- আপনার ঠিকানা লিখুন।
- পিতা-মাতার তথ্য লিখুন।
- এলাকার নাম, ঠিকানা ও বর্তমান থিকনাআ লিখুন।
- আপনার পেশা লিখুন।
- ব্যাংক একাউন্ট এর ধরন সিলেক্ট করুন।
এই ধাপ গুলো ফলো করে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। তবে একাউন্ট অনুযায়ী কিছজু প্রসেস এ ভিন্নতা থাকতে পারে। নিচের অংশে ইসলামি ব্যাংকের কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট ও প্রাতিষ্ঠানিক সেভিংস বা স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখানো হয়েছে।
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
এই একাউন্ট টি বিশেষ ভাবে বিজনেস এর কাজরে খলা হয়। যারা বিজনেস করেন এবং ব্যাংক এর মাধ্যমে লেনদেন করতে চান, তারা সবাই ইসলামি ব্যাংকের কারেন্ট একাউন্ত টি খুলবেন। এখানে একাউন্ট খোলার সুবিধা হলো যখন-তখন টাকা উঠাতে পারবেন। টাকা উঠাতে কোনো লিমিট দেওয়া থাকবে না। তবে এখানে কোনো লাভ বা মিনাফা পাবেন না।
তাই ববসায়িকদের জন্য অবশ্যই এই একাউন্ট টি খোলা জরুরি। ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার জন্য তাদের যেকোনো একটি শাখায় যাওয়া লাগবে। সেখানে আবেদন ফর্ম তুলে সেটি পূরণ করবেন। তাদের কর্মচারিরা আপনাকে একাউন্ট খুলে দিবে। একাউন্ট খোলার জন্য নিচে এই ডকুমেন্ট গুলো সাথে রাখতে হবে।
- এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি নতুন ছবি।
- একজন নমিনির এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি।
- ট্রেড লাইসেন্সের ফটোকপি।
- ববসায়িক স্থানের চুক্তিনামা বা ইউটিলিটি বিলের ফটোকপি।
- উক্ত ব্যাংকের কারেন্ট একাউন্ট আছে এমন একজনের স্বাক্ষর।
- আপনার একটি স্বাক্ষর।
- নতুন একাউন্ট হিসেবে কমপক্ষে ১ হাজার টাকা ডিপোজিট।
কারেন্ট একাউন্ট খোলার জন্য এই তথ্য ও ডকুমেন্ট গুলো লাগবেই। সাথে আরও নতুন কিছু লাগতে পারে। তাই একাউন্ট খোলার পূর্বে তাদের অফিসে সরাসরি যোগাযোগ করে সকল বিষয় জেনে নিতে পারেন।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
সাধারণ কাজের জন্য ইসলামি ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে পারে। সেভিংস একাউন্ট মূলত টাকা সঞ্চয় করার জন্য খোলা হয়। এর আবার কয়েকটি ক্যাটাগরি আছে। আপনারা ব্যক্তিগত সেভিংস বা সঞ্চয়ী একাউন্ট অথবা মেয়াদী সঞ্চয়ী একাউন্ট খুলতে পারেন। আগের মতো ইসলামি ব্যাংকে বা এর যেকোনো শাখায় যাবেন। একটি ফর্ম পূরণের মাধ্যমে একজন সেভিংস একাউন্ট এর সদস্য হতে পারবেন।
- জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটির ফটোকপি।
- নতুন তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ছবি।
- নমিনির এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- তার পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত সদ্য তোলা ছবি।
- ইসলামি ব্যাংক এর একজন সেভিংস একাউন্ট সদস্যর স্বাক্ষর।
- আপনার একটি স্বাক্ষর।
- সর্বনিম্ন এক হাজার টাকা ব্যাংকে জমা।
- ঠিকানা যাচাই করনে বাড়ির জমির পর্চা বা বিদ্যুৎ বিলের কপি লাগতে পারে।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের অনেক ব্যাংকেই স্টুডেন্ট একাউন্ট খোলা যাচ্ছে। ইসলামি ব্যাংকেও এই সুবিধা আছে। একজন শিক্ষার্থী এই একাউন্ট এ প্রতি মাসে ১০০ টাকা ডিপোজিট করে একাউন্ট খুলতে পারবে। একাউন্ট খোলার জন্য ইসলামি ব্যাংকের যেকোনো শাখায় যেতে হবে। স্টুডেন্ট একাউন্ট জন্য পিতা-মাতার এনআইডি, নিজের জন্ম সনদ ও শিক্ষামূলক সার্টিফিকেট লাগবে।
- শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- অবিভাবকের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
- শিক্ষার্থীর বয়স ১৮ এর বেশি হলে পিতা-মাতার ছবি লাগবে না।
- আবেদনকারীর এনআইডি বা জন্মসনদের ফটোকপি।
- প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট।
- আবেদনকারীর স্বাক্ষর।
- সাথে সাথে সর্বনিম্ন ১০০ টাকা ডিপোজিট।
বাংলাদেশের ব্যাংক প্রতিষ্ঠানের কথা আসলে সবার আগে ইসলামি ব্যাংক লিমিটেড এর নাম আসবে। এদের সেবার মান অনেক ভালো। যার কারণে এই ব্যাংক এর সদস্য সংখ্যাও অনেক বেশি। সকল ধরনের একাউন্ত খোলার নিয়ম প্রায় সেম। আপনার প্রয়োজনে যেকোনো একটি একাউন্ট খুলবেন। ববসায়িক কাজে কারেন্ট একাউন্ট, সঞ্চয়ের জন্য সেভিংস একাউন্ট আর শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট একাউন্ট। আপনার বযাক্তিগত তথ্য, কাজগপত্র, ছবি ও সর্বনিম্ন এক হাজার টাকা নিয়ে নিকটস্থ ইসলামি ব্যাংকের শাখা থেকে একাউন্ট খুলুন।