ভিসা বানার পড়ে সেটি চেক করে নিতে হবে। অনেক ভিসা কোম্পানি ডুপ্লিকেট বা অন্য যেকোনো ভিসা বানিয়ে দিতে পারে। তাই ভ্রমণের পূর্বে অনলাইনের মাধ্যমে ভিসা নাম্বার দিয়ে ভিসা করতে হবে। আর যারা ভিসার জন্য নতুন আবেদন করেছেন, সেই আবেদন পত্রের বর্তমান অবস্থাও জানা যাবে। এজন্য অনলাইনে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কানাডার সকল ধরনের ভিসা যাচাই করতে পারবেন। এজন্য কানাডা ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে হবে।
কানাডা ভিসা চেক করার নিয়ম
কানাডার ভিসা চেক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের ভিসা চেক অপশন থেকে যেকোনো ভিসা যাচাই করা যাবে। যদি ভিসাটি অরজিনাল হয় তাহলে অনলাইনে পাওয়া যাবে। আর নতুন ভিসা হলে, এর বর্তমান আবেদনের অবস্থা দেখাবে। ভিসা চেক করতে https://www.vfsglobal.ca/canada/ এই ওয়েবসাইটে যেতে হবে। কিভাবে এই ওয়েবসাইট ব্যবহার করবেন এবং কানাডা ভিসা চেক করার নিয়ম ধাপে ধাপে দেখানো হয়েছে।
১। https://www.vfsglobal.ca/canada/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা ভিএফএস গ্লোবাল লিখে সার্চ করুন।
২। এখন যে দেশ থেকে ভিসা চেক করবেন ঐ দেশ সিলেক্ট করতে হবে। তাই বাংলাদেশ সিলেক্ট করুন।
৩। এখন ট্র্যাক আপনার অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করুন।
৪। আবেদন পত্রের নাম্বার লিখুন।
৫। আপনার জন্মসনদ অনুযায়ী বা আবেদন পত্রে দেওয়া জন্ম তারিখ টি সঠিক ভাবে লিখুন।
৬। ট্র্যাক বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো ফলো করলে আবেসনপত্রের অবস্থা জানতে পারবেন। তবে কোনো ভুল তথ্য দিলে আবেদন পোতের কোনো অবস্থা দেখা যাবে না।
অনলাইনে পাসপোর্ট নাম্বার কানাডার ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়েও কানাডার ভিসা চেক করতে পারবেন। এজন্য আলাদা আরেকটি ওয়েবসাইট আছে। এজন্য প্রথমে https://www.canadaembessy.com/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে অনেক গুলো অপশন রয়েছে। উপরের মেনুবারে চেক ভিসা নামে একটি অপশন আছে। এই অপশন থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। অনলাইনে পাসপোর্ট নাম্বার কানাডা ভিসা চেক করার নিয়ম জেনেনিন।
১। https://www.canadaembessy.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২। চেক ভিসা অপশনে ক্লিক করুন।
৩। ক্লিক করার পর ৩ টি খালি ঘর পাওয়া যাবে। সেখানে যা যা দেওয়া আছে সেগুলো সঠিক ভাবে পূরণ করুন।
৪। ফোন নাম্বার লিখুন।
৫। পাসপোর্ট নাম্বার লিখুন।
৬। ট্র্যাকিং কোড লিখুন।
৭। সাবমিট বাটনে ক্লিক করুন।
এখন আপনার ভিসার সকল তথ্য দেখা যাবে। এই ধাপ গুলো সঠিক ভাবে ফলো করলে নিজে নিজে অনলাইনে ভিসা চেক করতে পারবেন।
শেষ কথা
কানাডার অনেক ধরনের ভিসা আছে। যার কারণে ভিসার অবস্থা যাচাই এর তথ্য গুলো কিছুটা পরিবর্তন থাকতে পারে। সাধারণত এই ভাবে কানাডার ভিসার অবস্থা যাচাই করতে হয়। আশা করছি কানাডা ভিসা চেক করার নিয়ম জানতে পেরেছেন। ভিসা যাচাই করার পূর্বে পাসপোর্ট নাম্বার বা আবেদন পত্রের নাম্বার টি সংগ্রহ করে রাখবেন।
আরও দেখুনঃ
1 thought on “কানাডা ভিসা চেক করার নিয়ম অনলাইনে”