বিমানের টিকেট চেক ২০২৪
বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান সংস্থার নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়া ক্রয় করা টিকিটের স্ট্যাটাস বা অবস্থা চেক করা যাবে। এজন্য https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে যাবেন। সেখান পাসপোর্ট নাম্বার ও টিকিট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করা যাবে। টিকিট যাচাই করার জন্য Modify Trip ও Web Check In এই ২ টি অপশন আছে। এই অপশন থেকে কিভাবে টিকিট চেক করবেন জেনে নিন।
বিমানের টিকেট চেক
ডিজিটাল যুগে সকল কাজ অনলাইনে করা সম্ভব। যার কারণে টিকিট চেক করতে বিমান সংস্থার অফিসে যাওয়া লাগবে না। হাতে থাকে মোবাইল বা ইন্টারনেট সংযোগ যুক্ত মাধ্যমে বিমানের টিকেট চেক করতে পারবেন। প্রথমে Biman Bangladesh Airlines Ltd – Dhaka এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর পিএনআর নাম্বার, টিকিট নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে টিকিট যাচাই করতে হবে। প্রসেস টি এখানে ধাপা ধাপে দেখানো হয়েছে।
- বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। https://www.biman-airlines.com/
- Modify Trip অপশনে ক্লিক করুন।
- ৬ সংখ্যার PNR Code লিখুন।
- Last Name/ Surname লিখুন।
- সার্চ বাটনে ক্লিক করুন
সার্চ করার সাথে সাথে আপনার টিকিটের সকল তথ্য দেখানো হবে। টিকিট টি না পাওয়া গেলে তাদের কল সেন্টারে কল করে যোগাযোগ করবেন। এরপর তারা কিছু তথ্য চাইবে। সেগুলো দিয়ে সহায়তা করবেন। যদি এরপরেও টিকিট না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে টিকিট টি অরজিনাল নয়।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক
ওয়েব চেক ইন থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকিট চেক করতে পারবেন। এজন্য আগের ওয়েবসাইটে যেতে হবে। এখন Web Check In সিলেক্ট করতে হবে। এরপর সেখানে দুই টি অপশন দেওয়া থাকবে। সেখান থেকে পিএনআর নাম্বার সিলেক্ট করতে হবে।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ভিজিট করুন।
- Web Check- In এ ক্লিক করুন।
- পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার জন্য প্রথমে থাকা PNR নাম্বারে ক্লিক করুন।
- এখন PNR Number টি লিখুন।
- Last Name/ Surname লিখুন।
- সার্চ বাটনর ক্লিক করুন।
অনলাইনে টিকিট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক ২০২৪
আরও এমন অনেক ওয়েবসাইট আছে, যাদের মাধ্যমে অনলাইনে বিমানের টিকেট চেক করা যাবে। তবে এই ওয়েবসাইট ব্যবহার করা খুব সহজ। আর এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট হওয়ায় অনেক সুবিধা রয়েছে। অনেকের প্রশ্ন হচ্ছে পিএনআর নাম্বার টি কোথায় পাবেন। এটি মূলত পাসপোর্ট এ দেওয়া থাকে। সেখানে দেওয়া ৬ নাম্বারের সংখ্যা টি পিএনআর নাম্বার। বিমানের টিকিট নাম্বার দিয়েও এই কা টি করা যাবে।
- আগের মতো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এখন Web Check- In এখানে ক্লিক করা লাগবে।
- টিকিট নাম্বার দিয়ে চেক করার জন্য Ticket Number সিলেক্ট করতে হবে।
- বিমানের টিকিটে থাকা ১৩ ডিজিটের নাম্বার টি লিখুন।
- Last Name or Surname লিখুন।
- এখন সার্চ বাটনে ক্লিক করে সার্চ করুন।
সার্চ করার পর টিকিটের সকল তথ্য দেখাবে। এই ভাবে মূলত টিকিট নাম্বার দিয়ে বিমানের টিকিট চেক করতে হয়। আপনার পছন্দ মতো যেকোনো একটি পদ্ধতিতে টিকিট চেক করবেন।
শেষ কথা
প্রায় তিন ভাবে তিইত চেক করা যাবে। সব পদ্ধতি একটি ওয়েবসাইট থেকেই করতে হবে। আর নিয়ম গুলো খুব সহজ। আপনার পছন্দ মতো বিমানের টিকেট চেক করবেন। এজন্য মূলত আপনার নাম, টিকিট নাম্বার বা পাসপোর্ট নাম্বার লাগবে। মোবাইলে আপ্স ইন্সটল করেও একই নিয়মে টিকিট যাচাই করা যাবে।
2 Comments