ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বাংলাদীশের সভ্যতা অনেক এগিয়ে গেছে। সময়ের পরিবর্তনে সকল কাজ গুলো অনলাইন ভিত্তিক করা হয়েছে। এখন ঘরে বসেই বিমানের টিকিট চেক করা যায়। এছাড়া ভ্রমণের জন্য ফ্লাইট বুকিং করা যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ব্যবহার করে টিকিট নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে টিকিট চেক করা যাবে। এজন্য অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম টি জানতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে কয়েক ভাবে টিকিট চেকিং করা যাবে। এছাড়া নতুন টিকিট ক্রয়ের জন্যও টিকিট যাচাই করতে পারবেন। গুগল থেকে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনার নাম, ঠিকানা ও বিভিন্ন তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে। এরপর টিকিট বুকিং, মডিফাই ট্রিপ, ওয়েব চেকিং এর মাধ্যমে টিকিট চেক করতে পারবেন।
অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম
মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ এ যেকোনো ওয়েব ব্রাউসার এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে। ওয়েবসাইটে অনেক গুলো অপশন আছে। যদি ক্রয় করা টিকিট টি যাচাই করতে চান, তাহলে Modify Trip এই অপশনে কলি করবেন। এখানে ক্লিক করার পর কয়েকটি তথ্য চাইবে। সেগুলো পূরণ করে সার্চ করলে টিকিট দেখানো হবে।
১। যেকোনো সার্চ ইঞ্জিন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা https://www.biman-airlines.com/ এই ঠিকানায় চলে যান।
২। ওয়েবসাইট টি নিচের ছবির মতো দেখা যাবে।
৩। এখান থেকে Modify Trip এ ক্লিক করতে হবে।
৪। এখন ৬ অক্ষরের পিএনআর কোড লিখুন।
৫। আপনার নামের প্রথম অংশ অথবা শেষের অংশ লিখুন।
৬। এই ধাপে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে ঐ টিকিট সম্পর্কিত সকল তথ্য দেখানো হবে।
বিমানের ওয়েব চেক-ইন করার নিয়ম
বিমানে ভ্রমণের ক্ষেত্রে ওয়েব চেক ইন করা খুব গুরুত্বপূর্ণ। বিমানের ওয়েব চেক-ইন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন বিমান টিকেট ধারক ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে তার বৃত্তান্ত তথা যাত্রীর তথ্য প্রবেশ করে এবং তার সিট সংক্রান্ত আবশ্যক বিষয়গুলি সেট করে। টিকিট কোণও তথ্য ভুল থাকলে এই প্রক্রিয়ার মাধ্যমে চেক করে সংশোধন করতে পারবেন। বিমানের ওয়েব চেক-ইন করার নিয়ম জেনে নেওয়া যাক।
- প্রথমে https://www.biman-airlines.com/#check-in এই ঠিকানায় ভিজিট করুন।
- দুই ভাবে ওয়েব চেক ইন করা যাবে। একটি হচ্ছে পিএনআর নাম্বার দিয়ে। আরেকটি টিকিট নাম্বার দিয়ে। যেকোনো একটি সিলেক্ট করবেন।
- পিএনআর নাম্বার দিয়ে করতে ৬ সংখ্যার PNR Code লিখুন। এরপর আপনার নামের অংশ লিখুন।
- টিকিট নাম্বার দিয়ে চেক করতে ১৩ সংখ্যার টিকিট নাম্বার লিখুন। ক্রয় কৃত টিকিটে দেওয়া নাম্বের টি ব্যবহার করতে হবে। এরপর আপনার নামের অংশ লিখুন।
- এখন সার্চ বাটনে ক্লিক করুন।
ডোমেস্টিক ফ্লাইটের ৩ ঘণ্টা আগে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের ৪ ঘণ্টা আগেই ওয়েব চেক ইন বন্ধ করা হয়। কাজেই এই সময়ের পূর্বে ওয়েব চেক ইন করতে হবে। সময় পার হয়ে গেলে অপশন টি বন্ধ থাকবে।
অনলাইনে অগ্রিম টিকিট চেক করার নিয়ম
ভ্রমণের ক্ষেত্রে টিকিট বুকিং দিতে হবে। অনেক সময় ইমারজেন্সি টিকিট পাওয়া যায় না। যার কারণে অগ্রিম টিকিট কাটতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুকিং অপশন থেকে অগ্রিম টিকিট কাটতে পারবেন। এজন্য প্রথমে সার্চ করে দেখতে হবে টিকিট পাওয়া যাবে কি না। খুব সহজে অনলাইনে অগ্রিম টিকিট চেক করতে পারবেন। এজন্য উক্ত ওয়েবসাইটের Book Flight অপশনে ক্লিক করতে হবে। বিস্তারিত জানতে নিচে পোস্ট টি দেখুন।
শেষ কথা
টিকিট চেক করা খুব সহজ। শুধু সঠিক ভাবে ওয়েবসাইটের ব্যবহার জানতে হবে। এই ওয়েবসাইট ছাড়াও যেকোনো ধরনের টিকিট চেক করতে পারবেন। তবে এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট। যার কারণে এখান থেকে টিকিট যাচাই করা উত্তম। মোবাইলে তাদের এপ্স থেকেও এই ভাবে টিকিট চেক করা যাবে। এজন্য সঠিক ভাবে অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম জানা থাকতে হবে।
আরও দেখুনঃ