বৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসা প্রয়োজন। বেশ কয়েক ধরনের ভিসা আছে। সকল ভিসা একই নিয়মে চেক করা যাবে। ভিসা চেক করার জন্য দুবাইয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেখান থেকে ভিসা চেক অপশনে ক্লিক করে বিভিন্ন তথ্য দিয়ে ভিসা চেক করতে হবে। এজন্য গুগলে ICP Smart Services সার্চ করুন। সার্চ করার পর https://smartservices.icp.gov.ae/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখান থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক নিয়ম ফলো করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
ডিজিটাল যুগে সকল কাজ অনলাইনে করা হয়। যার কারণে এখন আর কেউ ভিসা নিয়ে প্রতারিত হয় না। এমন অনেক এজেন্সি আছে যারা ডুপ্লিকেট ভিসার মাধ্যমে বিদেশ পাঠিয়ে দেয়। অনেকে ভিসা চেক না করেই, বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আবার বিদেশ যাওয়ার পরেও ভিসা সমস্যার কারণে আটক থাকতে হয়। এজন্য ভিসা হাতে পাওয়ার সাথে সাথে ICP Smart Services অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক দিবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে শুধু দুবাইয়ের বা আরব আমিরাতের যেকোনো ভিসা চেক করা যাবে। পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক সম্পর্কে জেনে নেওয়া যাক।
১। প্রথমে গুগলে ICP Smart Services লিখে সার্চ দিবেন বা https://smartservices.icp.gov.ae/ এই ওয়েব ঠিকানায় ভিজিট করবেন।
২। এরপর ওয়েবসাইটে লগইন করতে হবে। এখানে একাউন্ট না থাকলে একটি একাউন্ট খুলুন।
৩। এখন Public Service অপশনে ক্লিক করুন।
৪। এখন File Validity এখানে ক্লিক করতে হবে।
৫। এখন নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে অনেক গুলো তথ্য দেওয়া লাগবে। তথ্য গুলো সঠিক ভাবে লিখুন।
৬। এখন File Validity এখানে Search By অপশনে Passport Information সিলেক্ট করুন।
৭। Select the Type এখানে Visa সিলেক্ট করুন।
৮। উপরের এই দুইটি সিলেক্ট করার পর Passport No. এবং Passport Expire Date অপশন পাওয়া যাবে। ঐ দুইটি অপশন সঠিক ভাবে সিলেক্ট না করলে অপশন গুলো পাবেন না। তাই সঠিকভাবে সিলেক্ট করতে হবে।
৯। এখন ইংরেজিতে Passport No. লিখুন।
১০। ইংরেজিতে Passport Expire Date লিখুন।
১১। এখন Nationality বা জাতীয়তা সিলেক্ট করতে হবে। আপনি যে দেশ থেকে ভিসা বানিয়েছেন ঐ দেশ সিলেক্ট করতে হবে। এখানে Bangladesh সিলেক্ট করুন।
১২। I’m Not Robot এর ক্যাপচা টি পূরণ করুন।
১৩। সার্চ বাটনে ক্লিক করুন।
উপরের এই ধাপ গুলো সঠিক ভাবে করলে আপনার ভিসার তথ্য দেখাবে। যদি ভিসাটি ডুপ্লিকেট হয়, তাহলে অনলাইনে পাওয়া যাবে না। অথবা আপনার কোনো ভুল তথ্য প্রদানের কারণে ভিসাটি দেখে যাচ্ছে না।
দুবাই ভিসা আবেদন ট্র্যাক করার নিয়ম
অনেকে দুবাইয়ের ভিসার জন্য নতুন আবেদন করেছেন। সেই আবেদনের বর্তমান অবস্থা জানাতে চাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে দুবাই ভিসা আবেদন ট্র্যাক করা যাবে। এজন্য আলাদা একটি অপশন রয়েছে। এখানে দেকাহ্নো নিয়ম গুলো ফলো করে আবেদইন পত্রের অবস্থা জানতে পারবেন। দুবাই ভিসা আবেদন ট্র্যাক করার নিয়ম জেনে নিন।
- https://smartservices.icp.gov.ae/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- Public Services এ ক্লিক করুন।
- এখন ডান পাশে থাকা applicationTracking অপশনে ক্লিক করুন।
- Application Tracking অপশনে Request Number বা আবেদন পত্রের নাম্বার টি লিখুন। এই নাম্বার টি ভিসা আবেদন ফর্মে পাওয়া যাবে।
- রোবটের ক্যাপচা কোড টি পূরণ করুন।
- সার্চ বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো অনুসরণ করলে নতুন ভিসার আবেদনের অবস্থা চেক করতে পারবেন। আবেদনের বর্তমান অবস্থা কেমন তা এখান থেকে সরাসরি দেখা যাবে।
আবেদন পত্রের নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
আবেদন পত্রের নাম্বার দিয়েও দুবাইয়ের যেকোনো ভিসা চেক করা যাবে। যাদের কাছে পাসপোর্ট টি সংগ্রহ করা নেই তারা এই নিয়ম অনুসরণ করে ভিসা যাচাই করতে পারবেন। এজন্য শুধুমাত্রই আবেদন পত্রের নাম্বার টি প্রয়োজন হবে। আবেদন পত্রের নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে https://smart.gdrfad.gov.ae/ এই ওয়েবসাইটে যেতে হবে। এটিও দুবাইয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে আরবি ভাষায় লেখা থাকে। তাই পূর্বে ভাষা চেঞ্জ করে ইংরেজি করে নিবেন।
- প্রথমে https://gdrfad.gov.ae/en এই ওয়েবসাইটে যান।
- একটি একাউন্ট খুলুন বা লগইন করুন।
- নিচের দিকে একটু স্ক্রোল করুন এবং Visa Status অপশনে ক্লিক করুন।
- Status Tracking এর নিচের অংশে অনেক গুলো অপশন পাওয়া যাবে। সেগুলো পূরণ করতে হবে।
- Search by এখানে Application সিলেক্ট করতে হবে।
- এখন Application Number টি লিখুন।
- Transaction Number টি লিখুন। এটি আপনার আবেদনের পেমেন্ট স্লিপে পাওয়া যাবে।
- এখন Payment Date লিখুন। যে তারিখে পেমেন্ট পরিশোধ করেছিলেন।
- ক্যাপচা কোড টি পূরণ করুন।
- সার্চ বাটনে ক্লিক করুন।
শেষ কথা
ভিসা কিভাবে চেক করবেন তার উপর নির্ভর করে কি কি ডকুমেন্ট লাগবে। সাধারণত আবেদন পত্রের নাম্বার, পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা ব্যাতিত আর কিছুই লাগবে না। এখানে দেখানো যেকোনো একটি নিয়ম ফলো করলেই দুবাইয়ের ভিসা যাচাই করা যাবে। তবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক কররা জবন্য প্রথম নিয়ম টি ফলো করতে হবে।
আরও দেখুনঃ
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক ২০২৪