কুয়েত কোম্পানি ভিসা বেতন কত ২০২৪
এশিয়া মহাদেশের একটি অন্যতম রাষ্ট্র কুয়েত। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শ্রমিক কুয়েতে কাজের জন্য যাচ্ছে। কুয়েতে কাজের চাহিদা অনেক বেশি। তাই নিজ দেশের শ্রমিকের পাশাপাশি অন্য দেশের শ্রমিকদের জন্যও কাজের নিয়োগ দেয়। কাজের জন্য কুয়েতের ভিসা পাওয়ার সহজ উপায় সরকারি বা বেসরকারি ভাবে আবেদন করা। বাংলাদেশ বোয়েসেলের ওয়েবসাইটে কুয়েতের সরকারি ভিসার নিয়োগ দেওয়া হয়।
এই সকল কাজের ধরন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন নির্ধারন করা হয়। কুয়েত কোম্পানি ভিসা বেতন ৩৫ থেকে ৫০ হাজার টাকা। তবে আরও কিছু উন্নতমানের কোম্পানি আছে, যাদের মাসিক বেতন ৭০ থেকে ৮০ হাজার টাকা। এই সকল কোম্পানিতে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতে কুয়েতে একজন শ্রমিকের সর্বনিম্ন আয় ৩০ হাজারের উপরে।
কুয়েত কোম্পানি ভিসা বেতন কত
প্রতিটি দেশের টাকার মান ও কাজের চাহিদা ভিন্ন রকমের। সাধারণ কুয়ুতের টাকার মান অনেক বেশি। কিন্তু সেই অনুযায়ী এই দেশ কাজ করে বেশি পরিমাণে টাকা আয় করা যায় না। অন্যান্য দেশে শ্রমিক বা লেভারের কাজ করেও মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পাওয়া যায়। কুয়েতে এই সকল কাজ করে মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেতন পায়। কুয়েতে বেশ কয়েক ধরনের কোম্পানি আছে। সাধারণ মানের কোম্পানিতে বেতন ৩৫ থেকে ৫০ হাজার টাকা।
এই দেশে ভালো বেতনের চাকরি পেতে উচ্চ মানের কোম্পানিতে কাজ করতে হবে। আর এই সকল কাজের ভিসা সবাইকে দেওয়া হয় না। তারা দক্ষতা, অভিজ্ঞতা ও যুগটা অনুযায়ী কাজের জন্য নিয়োগ দেয়। কুয়েতের মেকানিকাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ও অন্যান্য আইটি কোম্পানিতে ৭০ থেকে ৮০ হাজার টাকা বেতন দেয়। এই সকল কাজের জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দ্বারা বিবেচনা করবে।
- শ্রমিক হেল্পার ৩৫,৫০০ টাকা।
- ডেলিভারি বয় ৪৪,৩৭৫ টাকা।
- এসি মেকানিক ৪৮,১৭৫ টাকা।
- ইলেকট্রিশিয়ান ৪৪,৩৭৫ টাকা।
- ড্রাইভিং ৪৮,১৭৫ টাকা।
- প্লাম্বার ৩৮,৫০০ টাকা।
- ওয়েল্ডার ৩৮,৫০০ টাকা।
- রেস্টুরেন্ট কোম্পানি ৩৫,০০০ টাকা।
- হোটেলে কোম্পানি ৩৫ হাজার টাকা।
- গার্মেন্টস কোম্পানি ৪০ থেকে ৬০ হাজার টাকা।
কুয়েতের কোন কোম্পানির কাজের বেতন বেশি
এই দেশে আরও কিছু কোম্পানি আছে, যাদের বেতন একটু বেশি। এর মধ্যে তেল ও গ্যাস কোম্পানি, ব্যাংক কোম্পানি ও টেলিকম কোম্পানি। এই সকল কোম্পানিতে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পাওয়া যায়। কুয়েতের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি Kuwait Oil Company (KOC) বেতন ও কাজের সুবিধা অনেক ভালো। এই কমাপ্নিতে ৫০ হাজারের উপরে বেতন দেওয়া হয়। Chevron Kuwait এটিও কুয়েতের তেল ও গ্যাস কোম্পানি। যাদের বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা। National Bank of Kuwait (NBK) এটি কুয়েতের বড় ব্যাংক কোম্পানি। পদের উপর ভিত্ত করে মাসিক বেতন ৪০ থেকে ৭০ হাজার টাকা। কুয়েতের একটি ইসলামী ব্যাংক Kuwait Finance House (KFH)। এই কোম্পানিতেও ৬০ হাজারের মতো বেতন দেওয়া হয়। Zain Group কুয়েতের টেলিকম কোম্পানি। এখানে কর্মিদের বেতন ৫০ থেকে ৭০ হাজার টাকা।