ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে
ইন্ডিয়ার টুরিস্ট ভিসার জন্য প্রথমে একটি পাসপোর্ট বানাতে হবে। আর পুরাতন পাসপোর্ট থাকলে, তার মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে। এরপর ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদন ফি ও ভিসার চার্জ দেওয়া লাগবে। ভিসা প্রসেসিং ফি নেওয়া হবে না। এরপর ব্যাক্তিগত তথ্য ও বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হবে। ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে
বাংলাদেশ ও ইন্ডিয়া পাশা-পাশি দেশ হলেও এই দেশ দেশে ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। যেহেতু ভিসা লাগবে, তাই পাসপোর্টও করতে হবে। ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে বিভিন্ন ডকুমেন্ট জমা দেওয়া লাগবে। সেই সাথে মেডিকেল টেস্ট এর প্রয়োজন হবে। সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে নিচের অংশে তালিকা আকারে দেওয়া আছে।
- ৬ মাস মেয়াদী পাসপোর্ট।
- এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- ছোটদের জন্ম সনদ এর কপি।
- পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি।
- ব্যাংক স্টেটমেন্ট এর ডকুমেন্ট।
- আবেদন পত্রের ফটোকপি।
- ভ্রমণ বীমা।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে
টুরিস্ট ভিসার জন্য মেয়াদ থাকে। সাধারণভাবে টুরিস্ট ভিসার দাম ৫ থেকে ৬ হাজার টাকা। তবে ভিসার মেয়াদ, সদস্য সংখ্যার উপর নির্ভর করে এই খরচ বেড়ে যায়। ভিসা বানাতে আবেদন খরচ, প্রসেসিং খরচ ও ভিসা প্রদানের খরচ রয়েছে। সকল খরচ মিলিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা লাগে। আর পাসপোর্ট বানাতে প্রায় ২০ হাজার টাকা। এই সকল খরচ মিলিয়ে ভারতের ভিজিট ভিসার জন্য মোট ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাগবে। চাইলে ভ্রমণের জন্য ফ্যামিলি ভিজিট ভিসাও বানাতে পারবেন। সদস্য সংখ্যা অনুযায়ী ফ্যামিলি ভিজিট ভিসার খরচ নির্ভর করে।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কত দিন সময় লাগে
এই ভিসা তিন ভাবে বানাতে পারবেন। একটি ই-ভিসা, নিয়মিত ভিসা ও জরুরি ভিসা। নিয়মত ভিসায় টুরিস্ট ভিসা পেতে ৩০ থেকে ৪৫ দিন টাইম লাগে। আর জরুরি ভাবে টুরিস্ট ভিসা বানাতে ৩ থেকে ৫ দিন লাগে। এছাড়া আবেদনের অবস্থার উপেরও ভিসা পেতে কত দিন লাগে তা নির্ভর করে। আবেদনের সময় অনেক গুলো আবেদন জমা থাকলে, সেক্ষেত্রে ভিসা পেতে ২ মাসের মতো সময় লাগে। যদি জরুরি ভাবে ভারতে ভ্রমণ করতে যাওয়া প্রয়োজন হয়, তাহলে অবশ্যই জরুরি ভিসায় আবেদন করবেন। এক্ষেত্রে ৬ দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে। ভ্রমণের আগে থেকে ভিসা ও সকল কাগজ পত্র তৈরি করে নিবেন।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কোথায় যেতে হবে
অনলাইনেই ভারতের ভিজিট বা টুরিস্ট ভিসার আবেদন করা যায়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারতের ভিসার জন্য অফিস আছে। তাদের কাছে আবেদনের মাধ্যমেও ইন্ডিয়ান টুরিস্ট ভিসা বানাতে পারবেন। https://indianvisaonline.gov.in/ এটি ভারতের একটি অফিসিয়াল ওয়েবসাইট। https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html এই ওয়েবসাইটের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র | আবেদনপত্র প্রতি ভিসা প্রসেসিং ফি (টাকায়) |
আইভিএসি, ঢাকা(জেএফপি) | ৮০০ |
ময়মনসিংহ | ৮০০ |
বরিশাল | ৮০০ |
যশোর | ৮০০ |
খুলনা | ৮০০ |
সিলেট | ৮০০ |
রাজশাহী | ৮০০ |
রংপুর | ৮০০ |
চট্টগ্রাম | ৮০০ |
কুমিল্লা | ৮০০ |
ব্রাহ্মণবাড়িয়া | ৮০০ |
নোয়াখালী | ৮০০ |
বগুড়া | ৮০০ |
ঠাকুরগাঁও | ৮০০ |
শেষ কথা
সময়ের সাথে ভিসার তথ্য পরিবর্তন হয়। তাই এখানে দেওয়া কাগজপত্র ব্যাতিত অন্যান্য ডকুমেন্ট লাগতে পারে। সাধারণত একটি টুরিস্ট ভিসার জন্য যা যা লাগে সেই সকল ডকুমেন্ট এর তালিকা এখানে শেয়ার করেছি। তাই ভিসা আবেদনের পূর্বে এগুলো সংগ্রহ করে রাখবেন। আশা করছি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে এই বিষয়ে জানতে পেরেছেন।
One Comment