বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম
বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার জন্য প্রথমে পর্তুগালের দ্রুতাবাসের কাছে ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণ বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালের ভিসা বানানো যায় না। এজন্য অন্য দেশ থেকে ভিসা বানাতে হবে। ভারতের দিল্লি থেকে পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ঢাকায় একটি অফিস আছে। এখান থেকে ভিসা বানাতে পারবেন। সময় ও খরচ বেশি লাগবে। https://lisbon.mofa.gov.bd/bn/site/page/general-visa-information এই ওয়েবসাইটে পর্তুগালের ভিসা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
পর্তুগাল যেতে অনেক ধরনের ভিসা বানাতে পারবেন। আপনি কোন উদ্দেশ্য পর্তুগালে যাবেন, তার উপর নির্ভর করে একটি ভিসা আবেদন করবেন। ভ্রমণের জন্য ভিজিট ভিসা, কাজের জন্য জব ভিসা, পড়াশুনার জন্য স্টুডেন্ট ভিসা ও বিজনেসের কাজে যেতে বিজনেস ভিসা। ভিসার ধরনের উপর ভিসার দাম নির্ভর করে। ভিসা সহ পর্তুগালে যেতে মোট ১০ থেকে ১৫ লাখ টাকা বা তার বেশি খরচ হবে। প্রথমে বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম জানবেন তারপর ভিসার জন্য আবেদন করবেন।
বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম
কোভিড-১৯ এর পর থেকে পর্তুগাল যেতে করোনার টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই ফুল ডোজ টিকা দেওয়া থাকলে ভিসার পারমিশন পাওয়া যাবে। বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালের ভিসা না পাওয়া গেলেও, ঢাকার একটি অফিসের মাধ্যমে ভিসা বানানো সম্ভব। তাই বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগাল এই অফিসে যোগাযোগ করবেন। তবে ভারতের নয়াদিল্লিতে থাকা পর্তুগালের দ্রুতাবাসের মাধ্যমে ভিসা বানানোই ভালো হবে। পর্তুগালে যাওয়ার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে।
১। প্রথমে পাসপোর্ট বানাতে হবে। আর সর্বনিম্ন ৬ মাস মেয়াদী পাসপোর্ট হলেও হবে।
২। অনালাইনে বা দ্রুতাবাসের মাধ্যমে পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে হবে।
৩। ভিসার ধরন সিলেক্ট করতে হবে।
৪। ভ্রমণ বিমা ফি প্রদান করতে হবে।
৫। পুলিশ ক্লিয়ারনেস সার্টিফিকেট লাগবে।
৬। ভ্রমণের জন্য বিমানের টিকিট লাগবে।
এই সকল কাজ সম্পূর্ণ করে বাংলাদেশ থেকে পর্তুগালে যেতে পারবেন। তবে কখনই টাকার জন্য অবৈধ ভাবে পর্তুগালে যাবেন না। এতে আপনার পরিবর্তি জীবন-যাপন কঠিন হয়ে যাবে।
বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার জন্য কি কি লাগবে
পর্তুগালে কোন ধরনের ভিসায় যাবেন এরপর উপর নির্ভর করে কি কি লাগবে। তবে কাজ বা বিজনেসের জন্য পর্তুগাল যেতে অনেক ধরনের কাগজ পত্র প্রয়োজন হয়। ভ্রমণের জন্য গেলে তেমন কোনো ডকুমেন্ট লাগে না। বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার জন্য নিচে দেওয়া এই ডকুমেন্ট গুলো অবশ্যই লাগবে। ভিসার ধরন অনুযায়ী কিছু ডকুমেন্ট কম বেশি হতে পারে।
- ৬ মাস মেয়াদী পাসপোর্ট।
- সদ্য তুলা নতুন ছবি।
- জাতীয় পরিচয় পত্রের ফটো কপি।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ভিসা আবেদন ফর্ম।
- কাজের যোগ্যতার কাগজ পত্র
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা ক্লিয়ারনেস।
- মেডিকেল টেস্ট এর সার্টিফিকেট।
- করোনা ভ্যাকসিনেশন ৩ ডোজ এর কার্ড।
কাজের ক্ষেত্রে পর্তুগালে যেতে আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে। সেগুলো আপনার কাজের ধরনের উপর নির্ভর করবে। অথবা আপনি যেই কোম্পানিতে কাজে যাবেন, তাদের নিয়োগে উল্লেখ থাকবে।