পর্তুগাল ভিসার দাম কত টাকা ২০২৪
ইউরোপের একটি উন্নত দেশ পর্তুগাল। প্রতি বছর পর্তুগালে কাজের জন্য বা ভ্রমণের জন্য অনেক ভিজিটর ও প্রবাসী আসে। উন্নত শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, কাজ ও ভ্রমণের জন্য পর্তুগালের বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। এই সকল ভিসার ধরন ও আবেদনের অবস্থার উপর এর খরচ নির্ভর করে। ভিসা ক্যাটাগরির উপর ভিত্তি করে পর্তুগাল ভিসার দাম ৪ থেকে ৫ লাখ এবং ৮ থেকে ১২ লাখ টাকা। পর্তুগালের কোন ভিসার জন্য কত টাকা লাগবে বিস্তারিত জেনেনিন।
পর্তুগাল ভিসার দাম কত
এশিয়া, ও মধপ্রাচ্য থেকে ইউরোপের সকল দেশের ভিসার দাম অনেক বেশি। আর খুব সহজেই এই সকল দেশের ভিসা পাওয়া যায় না। পর্তুগালের ভিসার জন্য ভালোমানের ভিসা এজেন্সি প্রয়োজন হবে। সরকারি ও বেসরকারি ভাবে পর্তুগালের কাজের ভিসা পাওয়া যায়। অনেক সময় লটারির মাধ্যমেও ফ্রিতে এই দেশের ভিসা দেওয়া হয়। একজন পর্যটকের জন্য পর্তুগালের ভিসার দাম ৪ থেকে ৫ লাখ টাকা। এজন্য তাকে টুরিস্ট বা ভিজিট ভিসা বানাতে হবে। এই ভিসায় ভ্রমণ ছাড়া অন্য কোনো জব বা চাকরি করতে পারবে না। ভিসার মেয়াদ অনুযায়ী দাম পরিবর্তন হবে।
উন্নতমানের কাজের জন্য এই দেশে আসার জন্য জব ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, কোম্পানি ভিসা ও ওয়ান কাজের ভিসার জন্য আবেদন করতে হবে। এই সকল ভিসায় আবেদন করতে ২ লাখ টাকা খরচ হবে। আর ভিসার দাম ৮ থেকে ১২ লাখ টাকা। পর্তুগালে উন্নতমানের কাজ পেতে ১০ থেকে ১৫ লাখ টাকায় ভিসা বানাতে হবে। ৭ থেকে ১০ লাখের মধ্যে কৃষি ভিসা, ক্লিনার ভিসা, লেভার ভিসা, শ্রমিক ও সাধারণ কোম্পানি ভিসা পাওয়া যাবে। কম দামে পর্তুগালের স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে। এজন্য শিক্ষাগত যোগ্যতা ও স্কোলারশীপ লাগবে। স্টুডেন্ট ভিসার দাম ৩ থেকে ৫ লাখ টাকা। বিজনেস ভিসার মূল্য ৮ থেকে ১২ লাখ টাকা।
পর্তুগালের সরকারি ভিসার দাম
যেসকল ভিসা সরকারি ভাবে পাওয়া যায়, তাদের খরচ ও ভিসার দাম অনেক কম হয়। তবে সব সময় সরকারি ভিসা পাওয়া যাবে না। যদি পর্তুগাল সরকার থেকে বাংলাদেশে কাজের জন্য লোকের নিয়োগ দেওয়া হয়, তাহলে সরকারি ভিসার নিয়োগ প্রকাশ করা হয়। এছাড়া তাদের দেশের অনেক কোম্পানি শ্রমিকের জন্য নিয়োগ দেয়। এই সকল ভিসার নিয়োগ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বোয়েসেলে প্রকাশ করা হয়। কাজের ধরন ও নিয়োগের উপর নির্ভর করে পর্তুগালের সরকারি ভিসার দাম ৪ লাখ থেকে ৬ লাখ টাকা। সরকারি ভিসার জন্য বোয়েস্লের সাথে যোগাযোগ করতে হবে। ওয়ার্ক পারমিট ভিসা ও সিজনাল ভিসা সরকারি ভাবেও পাওয়া যায়।
পর্তুগালের জব ভিসার দাম
এই দেশে অনেক ধরনের কাজ আছে। এই সকল কাজের উপর নির্ভর করে ভিসার দাম কেমন হবে। যদি পর্তুগালে ভালোমানের কাজ পেতে চান, তাহলে ভালো একটি কাজের ভিসা বানাতে হবে। ভালো কাজের ভিসার দাম ১০ থেকে ১৫ লাখ টাকা। বিভিন্ন অফিসের কাজ বা কোম্পানির কাজের ভিসার দাম বেশি। এরজন্য শিক্ষাগত যোগ্যতা, স্প্যানিশ বা পর্তুগিজ ভাষা জানা থাকতে হবে। আর সাধারণ মানের পর্তুগালের জব ভিসার দাম ৭ থেকে ৮ লাখ টাকা। সাধারণ ভিসার উপর নির্ভর করে পর্তুগালের জব ভিসার দাম ৮ থেকে ১৫ লাখ টাকা।
পর্তুগালের ভিসা পাওয়া খুব সহজ নয়। এই ভিসা সরাসরি বাংলাদেশ থেকে পাওয়া যায় না। ভিসা বানানোর পূর্বে বিভিন্ন এজেস্নিদের সাথে যোগাযোগ করবেন। পর্তুগালে কাজ করার জন্য ভিসা বানানর পূর্বে ঐ কাজ বা অনাও কাজের অভিজ্ঞতা তৈরি করবেন। ৮ থেকে ১২ লাখ টাকার মধ্যে পর্তুগালের ভিসা পাওয়া যাবে। ভিসার দাম, খরচ ও বিমান ভাড়া সহ প্রায় ১০ থেকে ১৭ লাখ টাকা খরচ হবে।